পরিবেশ নিয়ে আমরাও চিন্তা করি: নৌ উপদেষ্টা সাখাওয়াত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪ | আপডেট: ৮:০০ অপরাহ্ণ,

হাতিম বাদশা:

অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের মাল্টিপল জেটি ও আধুনিক লঞ্চঘাট নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে পরিদর্শনকালে তিনি বলেন, নারায়ণগঞ্জে এক সময় পাটের ব্যবসা ছিলো। এটাকে প্রাচ্যের ডান্ডি বলা হইতো। পাট না থাকলেও এখন নানা ধরণের ব্যবসা হচ্ছে। এখানে প্রোজেক্ট হচ্ছে, আমরা যদি এসে না দেখি তাহলে সময় মতো এটা হবে না। এটা যদি বাধা দেয়া হয় তাহলে কাজ হবে না। ওয়ার্ড ব্যাংক যখন কিছু করে তখন টোটাল পরিকল্পনা করে কাজ করে। এখানে গাছ লাগবে কিনা লাগবে না সেটাও দেখবো। পরিবেশ নিয়ে আমরাও অনেক চর্চা করি। গরিবদের সম্পর্কে আমরাও সচেতন।

নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, আমি যদি পারি নিজে পরিবেশ বিশেষজ্ঞদের ডেকে নিয়ে আসবো৷ শীতলক্ষ্যা নদীর পানি দূষণ হচ্ছে এটা আমাদেরও চিন্তার বিষয়। এখানে পানি ময়লা, মাছ হচ্ছে না। এগুলো তো চলতে পারে না। শীতলক্ষ্যা নদীসহ দেশের সব নদী দূষণ রোধে পরিবেশ ও নৌ-মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *