পশুর চামড়া সিন্ডিকেটের হাতে নয় ন্যায্য মূল্যে ক্রয় বিক্রয়ে কেউ হস্তক্ষেপ করলে কঠিন ব্যাবস্থা নেওয়া হবে -ওসি বাড্ডা
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা:::
পবিত্র ঈদুল আযহার ঈদের নামাজ শেষে বিগত বৎসরগুলোতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীরা লিফলেট বিতরণ তথ্য রয়েছে। ঈদের জামাত এর নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতি মসজিদ এবং ঈদগাহ কমিটির সাথে কথা বলে অতিরিক্ত ভলেন্টিয়ার রাখা হয়েছে স্যার।কোরবানীর পশুর চামড়া পরিবহনে এবং অস্থায়ী সংরক্ষণাগারে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বাড্ডা এলাকায় পশুর চামড়া সংগ্রহের জন্য একটি দুষ্টু চক্র তাদের ধার্য করা দামে চামড়া ক্রয়ের উদ্যোগ নিয়েছে। সাধারণ গরিবের হক এই পশুর চামড়া ন্যায্য মূল্যে ক্রয় বিক্রয়ের বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সংশ্লিষ্টদের সতর্ক করেছি।
পুলিশের এমন উদ্যোগে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করছে।
বাড্ডা থানা এলাকার সকল মসজিদ ও ঈদগাঁয়ে ঈদের জামাত শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে রয়েছি।