পাঁচবিবিতে খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট

পাঁচবিবি জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবির ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের আয়োজনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুসুম্বা আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে দহতপুর ক্লাব সংলগ্ন মাঠে ট্রাস্ট সিম ইন্টান্যাশনালের ডাইরেক্ট বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নূর আলম মন্ডল প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। টুর্নামেন্টটি উদ্বোধনের সময় খেলোয়াড়, সমর্থক, দর্শক ও অতিথিগণ দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ১’মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা সমাজসেবক, পোল্ট্রি ব্যবসায়ী ও ক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন মন্ডলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস, স্থানীয় সমাজসেবক মোঃ মুন্না হোসাইন, দহতপুর সৎসঙ্গ ক্লাবের সম্পাদক শ্রী সুজিত মাহাতো ও মহিপুর হাজী মহসীন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন। উদ্বোধনী খেলায় কুসুম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড অংশগ্রহণ করে।