পাঁচবিবিতে মিথ্যা মামলা প্রত্যাহারে মানববন্ধন 

প্রকাশিত: 4:22 pm, October 27, 2025 | আপডেট: 4:22 pm,

পাঁচবিবিতে মিথ্যা মামলা প্রত্যাহারে মানববন্ধন 

পাঁচবিবি (জয়পুরহাট) জয়পুরহাটের পাঁচবিবিতে ইউপি সদস্য স্থানীয় স্কুল শিক্ষককে বিরুদ্ধে মানববন্ধন করেন। উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাইদার রহমান ধরঞ্জী ইউপি সদস্য শফিকুল ইসলাম ও ছেলের বিরুদ্ধে মামলা করেন। মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবীতে সোমবার ঘন্টাব্যাপী বিদ্যালয়ের সামনের মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন রতনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুজ্জামান সরকার, বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, আবু নাসের ও ইউপি সদস্য শফিকুল ইসলাম। ইউপি সদস্য বলেন, আমি এলাকার প্রতিনিধি হিসাবে ১০ বছর ধরে সুনামের সহিত দায়িত্ব পালন করছি। একজন ছাত্রলীগ নেতা হয়েও আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে। তিনি আরো বলেন, এই ছাত্রলীগ নেতা গত ৫ আগস্ট আ’লীগের পতনের পর নিজের পিঠ বাঁচাতে হলুদ সাংবাদিক সাজে। অবিলম্বেএই মিথ্যা মামলা প্রত্যাহার সহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *