পাঁচবিবিতে শত্রুতায় বৃক্ষ নিধন

প্রকাশিত: 12:12 am, May 8, 2025 | আপডেট: 12:12 am,

পাঁচবিবিতে শত্রুতায় বৃক্ষ নিধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা এলাকায় শাখা যমুনা নদীর পাড়ের বিভিন্ন প্রকারের ছোট গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিপুরন ও প্রতিকারের আশায় উপজেলার কোকতারা গ্রামের মৃত মহরুম চৌধুরীর ছেলে আব্দুল বারিক চৌধুরী থানায় লিখিত অভিযোগ করেন।

 

অভিযোগে জানা যায়, বারিক প্রায় ৩০-৪০ বছর যাবৎ পরিত্যাক্ত যমুনা নদীর পাড়ে কলা, ইউক্যালিপ্টাস, সজনা ও আম গাছ রোপন করেন এবং এসব গাছের ফল ভোগ করে আসছিল। গত (১৪ এপ্রিল) দুপুর বেলা উপজেলার নওদা উত্তরপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মাহাবুব (৫২), মৃত বৃষ্টি মন্ডলের ছেলে জাহিদুল ও কোকতাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে আজাদুল ইসলাম সবাই মিলে বারিকের রোপন করা গাছগুলো কেটে ফেলে।

 

অভিযোগে আরো জানা যায়, বারিকের রোপন করা কলাগাছ প্রায়-১০০’টি, সজনা-১০০’টি, ইউক্যালিপটাস (৫০-৬০)’টি, কদমগাছ (৩০-৪০)’টি ও আমগাছ (১০-১৫)’টি কেটে ফেলেছে তারা। এ বিষয়ে জানতে চাইলে জাহিদুল বলেন, নদীর পাড়ের জমিগুলো আমাদের দলিল পত্র সব আছে । গাছগুলো আমরাই লাগিয়েছি বারিক জোড় করে কেটে নিয়ে গেছে।

 

পাঁচবিবি থানা ওসি মইনুল ইসলাম বলেন, গাছ কাটার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *