পাইকগাছায় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন
মোঃ খাইরুজ্জামান সজিব :খুলনার পাইকগাছায় সাময়িক বরখাস্তকৃত লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে এবার স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদস্থ পাইকগাছা প্রেসক্লাবের সামনে মেইন সড়কে লতার ইউনিয়নবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। লতা ইউপি’র সাবেক ওয়ার্ড সদস্য ও সাংবাদিক কৃষ্ণ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা সাময়িক বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানের সমালোচনা করে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার দাবি করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল, মনোতোষ মন্ডল, সুব্রত তরফদার, কুমারেশ সরকার, এনামূল সরদার, সুশান্ত দফাদার, জয়ন্ত সরকার, মাইকেল মন্ডল, শুভংঙ্কর মুনি, দ্বিজেন্দ্র নাথ সরকার, সিরাজুল গাজী, সুকুমার সরদার, ক্ষীতিষ মন্ডল, আহল্লাদ মল্লিক, ইব্রাহিম সরদার, আব্দুল রশীদ সরদার, সাগর বিশ্বাস, সুনিল মন্ডল, সুকুমার মন্ডল, আবু বক্কর সরদার সহ আরো অনেকে।
সম্প্রতিকালে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের এক কিশোরীর সাথে আপত্তিকর সেক্সসুয়াল ভিডিও কল ফাঁস হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে ও পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় লতা ইউনিয়নবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগসহ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন। পরবর্তীতে খুলনা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মতামতের প্রেক্ষিতে গত ২০ জুন-২৩ তারিখে এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সিনিয়র উপ সচিব জেসমীন প্রধান চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেন।