পানছড়িতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: 5:38 pm, August 16, 2025 | আপডেট: 5:38 pm,

পানছড়িতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

 

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, মোঃ নূরুল কায়েস শিমুল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *