পানছড়ি সাবজোন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: 5:44 pm, August 7, 2025 | আপডেট: 5:44 pm,

পানছড়ি সাবজোন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালি জনগণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পানছড়ি সাবজোন (৩০ বীর আওতাধীন)।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় পানছড়ি সাবজোনের এমটি গ্যারেজ প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম।

 

ত্রাণ হিসেবে প্রতি পরিবারের জন্য বিতরণ করা হয়—চাল ৫ কেজি, আটা ২ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি ও ছোলা ১ কেজি। মোট ৪০ জন পাহাড়ি ও বাঙালি অসহায় মানুষ এ সহায়তা গ্রহণ করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মির্জা মোস্তাফিজুর রহমান (ক্যাম্প জেসিও), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

 

স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এ ধরনের সহযোগিতা আমাদের জীবনে কিছুটা স্বস্তি ও ভরসা এনে দেয়।” তাঁরা নিয়মিতভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *