পানির দাবিতে জুরাইনে বিক্ষুব্ধ জনতা: ১৫ নভেম্বরের মধ্যে সমাধান না হলে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

প্রকাশিত: 11:19 pm, November 12, 2025 | আপডেট: 11:19 pm,

পানির দাবিতে জুরাইনে বিক্ষুব্ধ জনতা: ১৫ নভেম্বরের মধ্যে সমাধান না হলে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

মোঃ আনোয়ার হোসেন: রাজধানীর জুরাইন এলাকায় দীর্ঘদিন ধরে চলা পানির সংকট ও বিষাক্ত পানি সরবরাহের প্রতিবাদে ১২ নভেম্বর সকাল ১১টায় বিক্রমপুর প্লাজার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

পর্যাপ্ত পানি চাই, নোংরা পানি নয়— এই স্লোগানধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধনের আয়োজন করে জুরাইনের বিক্ষুব্ধ মানুষ ব্যানারে এলাকার সাধারণ জনগণ।

 

বক্তারা বলেন, ওয়াসা বছরের পর বছর ধরে অজুহাতের আশ্রয় নিচ্ছে, অথচ জুরাইন-শ্যামপুর-দনিয়া এলাকার হাজারো মানুষ আজও নিরাপদ পানির অধিকার থেকে বঞ্চিত। কল খুললেই আসে নোংরা, দুর্গন্ধযুক্ত, কালচে পানি যা পান তো দূরের কথা, ব্যবহার করাও অসম্ভব।

 

তারা আরও ঘোষণা দেন, আগামী ১৫ নভেম্বর ২০২৫ (শনিবার) এর মধ্যে যদি এলাকায় পর্যাপ্ত ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত না হয়, তবে ১৬ নভেম্বর (রবিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু হবে। তখন আন্দোলন আরও বিস্তৃত আকারে জুরাইন থেকে শ্যামপুর ও দনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে।

 

বিক্ষুব্ধ বক্তারা ওয়াসার দায়িত্বহীনতা, দুর্নীতি এবং অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বলেন, মানুষকে পানি বিক্রি করে কোটি কোটি টাকা আয় করে ওয়াসা, অথচ সেই টাকা যায় কোথায়? জনস্বার্থে কাজ না করলে ওয়াসা কর্মকর্তাদের দায়ভার নিতে হবে।

 

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষ, শিক্ষার্থীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সবাই এক কণ্ঠে দাবি জানান পানি আমাদের অধিকার, ওয়াসার জবাবদিহি চাই!



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *