পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গাইবান্ধার সাঘাটা থানা পুলিশ।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মিলন সরকার (পিতা: নজরুল ইসলাম সরকার, গ্রাম: রামনগর, সাঘাটা, গাইবান্ধা) দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে (আনুমানিক ২টা ৩০ মিনিটে) সাঘাটা থানা পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি মোঃ বাদশা আলম।