পীরগঞ্জ থানায় ৬ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: 10:29 pm, March 1, 2023 | আপডেট: 10:29 pm,

পীরগঞ্জ থানায় ৬ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করার ০৬ বছর পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছেন।

 

পীরগঞ্জ থানার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ০১ নং চৈত্রকোল ইউনিয়ন এর বিট অফিসার এসআই শিপু কুমার দাস ।

 

গ্রেফতারকৃত আব্দুর মমিন পীরগঞ্জ উপজেলার ০১নং চৈত্রকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসুদেবপুর গ্রামের মোঃ হবিবর রহমানের ছেলে।

 

আজ (০১ মার্চ) বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ এসআই শিপু কুমার দাস জানান, আসামী দীর্ঘদিন পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই সুত্রধরে গত বুধবার রাত অনুমান ২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার ১২ নং মিলনপুর ইউনিয়ন থেকে এস আই শিপু কুমার এএসআই সেকেন্দার সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

আসামি মমিনের বিরুদ্ধে ২০১ ৮ সালে হত্যা মামলা হয়। গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

 

ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ বুধবার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *