পোস্তগোলার রাজা বাড়িতে ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের ৩২তম মিনি ম্যারাথন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

প্রকাশিত: 9:35 pm, December 16, 2025 | আপডেট: 9:35 pm,

পোস্তগোলার রাজা বাড়িতে ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের ৩২তম মিনি ম্যারাথন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

প্রতিবেদক : আসাদুল শেখ:  মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী ও ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১৬ই ডিসেম্বর পোস্তগোলা রাজাবাড়ি প্রাঙ্গণে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৩২তম মিনি ম্যারাথন–২০২৫।বিজয়ের সত্যিকারের অর্জন সবস্তরের মানুষের কাঙ্ক্ষিত প্রচেষ্টা।

 

বিজয়ের এই গৌরবময় দিনে সকাল থেকেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ, তারুণ্যের প্রাণবন্ত উপস্থিতি এবং দেশপ্রেমের উচ্ছ্বাস। ফুটন্ত প্রতিভা তরুণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সী তরুণ-তরুণীসহ এলাকার সর্বস্তরের মানুষ।

পোস্তগোলার রাজা বাড়িতে ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের ৩২তম মিনি ম্যারাথন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

অনুষ্ঠান উপলক্ষে মিনি ম্যারাথনের পাশাপাশি আয়োজন করা হয় ফুটবল প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, “যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে এটি পরিণত হয় সুস্থ বিনোদন, শৃঙ্খলা ও সামাজিক সচেতনতার এক অনন্য মিলনমেলায়।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো: মুক্তার হোসেন বলেন,

আজ আমাদের সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা চাই আমাদের এলাকা মাদকমুক্ত থাকুক। আমাদের ছেলে-মেয়েরা যেন খেলাধুলা করে, বই পড়ে ও সংস্কৃতির চর্চার মাধ্যমে বড় হয়। বাসা প্রদীপ উচ্চ বিদ্যালয়ে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসে—তাদের নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এই সংগঠনের মাধ্যমে আমরা একটি সুশিক্ষিত, মানবিক ও সুস্থ সমাজ গড়ে তুলতে চাই।

 

সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বলেন, আমাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা এবং এলাকাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিবছরের মতো আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা জাতির সামনে একটি বার্তা দিতে চাই—সাংস্কৃতিক মন-মানসিকতা নিয়েই আমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে।

 

অনুষ্ঠানে প্রতিভা তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন, এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগই পারে তরুণ প্রজন্মকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে একটি দেশপ্রেমিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

 

এ সময় সংঘের সদস্যবৃন্দ—আফজাল হোসেন মঞ্জু, বাদল মেম্বার, হানিফুর রহমান হানিফ হোসেন পিন্টু, মোহাম্মদ জুম্মন, আলমগীর হোসেন লিটন, আক্তার, হানিফ, জাহাঙ্গীরসহ এলাকার সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন। সবার সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে।

 

অনুষ্ঠান শেষে সংঘের সভাপতি হাজী মুক্তার হোসেন উপস্থিত সকলের সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনা করেন এবং নতুন বছরকে সামনে রেখে একটি মাদকমুক্ত, সুশিক্ষিত ও সাংস্কৃতিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের পক্ষ থেকে সকল দেশবাসী ও জনতাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

 

মহান বিজয় দিবসের চেতনায় আগামীর পথে দৃপ্ত পদচারণা হোক আমাদের সবার।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *