পোস্তগোলার সুজানা ট্রেডার্সের চুরির মামলায় গ্রেফতার ২


নিজস্ব প্রতিবেদক, মোঃ আনোয়ার হোসেন : রাজধানীর শ্যামপুর থানাধীন করিমুল্লাবাগের সুজানা ট্রেডার্সে পূর্বশত্রুতার জের ধরে গত ১৩ জুন (শুক্রবার) রাত অনুমান সাড়ে নয়টার দিকে সুজানা ট্রেডার্সের রাত্রিকালীন পাহারাদার বাচ্চু শাহ (৭৫) কে পাশের দোকানের চেয়ারে বেঁধে রেখে অফিস ও দোকানের তালা ভেঙ্গে নগদ ২৮ লক্ষ ৫০ হাজার টাকা এবং অফিসে থাকা মূল্যবান ব্যবসার কাগজ পত্র ও চেক বহি নিয়ে যাওয়া, ভেকু মেশিন দিয়ে অফিস ও দোকান ভাংচুর, ৫৫০ কেজি পিতলের ক্যাবল চুরির অভিযোগে দায়েরকৃত মামলার আসামি মোঃ শফিক শিকদার (৪৬) ও মোঃ আরাফাত শিকদার (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-১০।
এ ঘটনায় গত ১৪ জুন ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন খান সুজন ঢাকার শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১০ জানায়, আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার ভুক্ত আসামি মোঃ শফিক শিকদার (৪৬) ও মোঃ আরাফাত শিকদার (২৮) গ্রেফতার করে।
তারা দুজনেই শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকার মৃত রাকিব শিকদারের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদেরকে শ্যামপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।