পোস্তগোলা ব্রিজের উপর সেবা পরিবহনের অবৈধ স্ট্যান্ড, চলছে চাঁদাবাজি ও জনভোগান্তি


মোহাম্মদ বাদল : রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলার চীন মৈত্রী সেতুর উপর সেবা পরিবহন নামে রুট পারমিট ও ফিটনেস বিহীন বাড়ীর একটি অবৈধ স্ট্যান্ড তৈরি করা হয়েছে। এর ফলে পোস্তগোলা চীন মৈত্রী সেতুর উপরে যানজট সহ জনদুর্ভোগ বাড়ছে।
বাবু মোড়ল নামে এক ব্যক্তি এই স্ট্যান্ড থেকে চাঁদা তুলে বিভিন্ন মহলে লেনদেন করে থাকেন। সেবা পরিবহনের সর্বমোট ১৭ টি বাস রয়েছে এর মধ্যে একটি গাড়িরও কোন বৈধ কাগজপত্র ও ফিটনেস নেই। এই গাড়িগুলোর মধ্যে অন্তত পাঁচটি চোরাই বাস রয়েছে। যেগুলোর নাম্বার প্লেট ও কাগজের সাথে চেসিস নাম্বারের কোন মিল নেই।
ঢাকা শহরের বড় ধরনের অপরাধীদের মধ্যে কয়েকজন এই স্ট্যান্ড পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
এই অবৈধ বাস স্ট্যান্ডটি পোস্তগোলা থেকে শ্রীনগর হয়ে দোহার পর্যন্ত রুট পারমিট ও ফিটনেস ছাড়া অবৈধ ভাবে চলাচল করছে।
সেবা পরিবহনের অবৈধ বাস স্ট্যান্ডের বিষয়ে ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আজাদ রহমান বলেন, এ ব্যাপারে আমি অবগত আছি। অবৈধ এসব বাসের বিরুদ্ধে মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেবা পরিবহনের এই অবৈধ বাস স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীসাধারণ।এই সড়কটি দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের বহুজেলায় যানবাহন চলাচল করে থাকে তাই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।