প্রধানমন্ত্রী’র আগমন ও মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুরে যুবলীগের আনন্দ মিছিল 

প্রকাশিত: 10:49 pm, July 30, 2023 | আপডেট: 10:49 pm,

প্রধানমন্ত্রী'র আগমন ও মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুরে যুবলীগের আনন্দ মিছিল 

হীমেল কুমার মিত্র: রংপুরে প্রধানমন্ত্রীর আগমন ও বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে জেলা যুবলীগের উদ্যোগে সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীন চন্দ্র দাসের আয়োজনে এবং রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য ডিজেল আহমেদ এর সহযোগিতায় আনন্দ মিছিল আজ (৩০ জুলাই) রবিবার অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার দুপুরে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে রংপুর জেলা যুবলীগের আয়োজনে একটি বনার্ঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিসির মোড় বঙ্গবন্ধুর মুরালে এসে শেষ হয়।

 

পরে সেখানে এক মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করে নেতাকর্মীরা।

 

এসময় জেলা যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *