প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন: ১১ ধরনের দলিল লাগবে

প্রকাশিত: 6:18 pm, August 20, 2025 | আপডেট: 6:18 pm,

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন: ১১ ধরনের দলিল লাগবে
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন: ১১ ধরনের দলিল লাগবে

নিউজ ডেস্ক:

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য প্রয়োজনীয় দলিলের তালিকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ–সংক্রান্ত একটি পরিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি হাইকমিশন ও দূতাবাস বরাবরও পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীরাও এবার ভোটার নিবন্ধনের আওতায় আসতে পারবেন। মোট ১১ ধরনের দলিলের কথা উল্লেখ করা হলেও সব দলিল সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য যেসব দলিল প্রয়োজন হতে পারে, সেগুলো হলো—

১. অনলাইনে পূরণ করা আবেদনপত্র ফরম
২. বিশেষ এলাকা ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা/থানার জন্য অতিরিক্ত তথ্যসংবলিত ‘বিশেষ তথ্য ফরম’
৩. বৈধ বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি, বিদেশি পাসপোর্টের কপি অথবা প্রবাসে বসবাসকারী এনআইডি–ধারীর প্রত্যয়নপত্র
৪. অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদের কপি
৫. পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি
৬. বাবা-মায়ের এনআইডি, জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, পাসপোর্ট, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ বা দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৭. শিক্ষা সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৮. ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে)
৯. নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে)
১০. স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
১১. ঠিকানাসংবলিত ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রসিদ (প্রযোজ্য ক্ষেত্রে)

ইসি জানিয়েছে, অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রের তথ্য সংশ্লিষ্ট ভোটার এলাকার নির্বাচন কর্মকর্তার সরেজমিন তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

 এ উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বৈধভাবে দেশের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *