প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক: কুড়িগ্রামের ডিসি অন্নপূর্ণা দেবনাথ

প্রকাশিত: 12:26 pm, November 28, 2025 | আপডেট: 12:26 pm,

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক: কুড়িগ্রামের ডিসি অন্নপূর্ণা দেবনাথ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক; সচ্ছতা ও জবাবদিহীতা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

অন্নপূর্ণা দেবনাথ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে। পাশাপাশি গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য গণমাধ্যম এবং সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।

 

এর আগে চররাজিবপুর উপজেলার একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সদ্য নির্মিত রৌমারী উপজেলা পরিষদ প্রাচীর মূলফটক, পাবলিক লাইব্রেরি ও শিশুপার্ক উদ্ধোধন করেন ডিসি অন্নপূর্ণা দেবনাথ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফিজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *