প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে খাগড়াছড়িতে মতবিনিময় সভা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে খাগড়াছড়িতে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক এ সভা রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষন ইউনিটের মহাপরিচালক তসলিমা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে টেকসই পরিকল্পনা গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেন তারা।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার দুই শতাধিক প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নিয়ে প্রধান শিক্ষকরা জানান, পার্বত্য অঞ্চলের বিভিন্ন মাতৃভাষায় পাঠ্যবই থাকলেও সেসব বই পড়ানোর মতো প্রশিক্ষিত শিক্ষক সংকট রয়েছে। এছাড়া দুর্গম এলাকার অনেক স্কুলে বিদ্যুৎ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এসব বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপনের দাবি জানানো হয়, যাতে ডিজিটাল শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করা যায়।
সভাটি আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ঢাকা। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষা বিশেষজ্ঞ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

