ফরিদপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ গোলাম নাছিরকে ঢাকায় গণধোলাই, গ্রেপ্তার করল পুলিশ

প্রকাশিত: 1:31 pm, August 9, 2025 | আপডেট: 1:31 pm,

nasir-arrest
ফরিদপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ গোলাম নাছিরকে ঢাকায় গণধোলাই, গ্রেপ্তার করল পুলিশ

নিউজ ডেস্কঃ

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পুলিশি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোলাম নাছিরকে (৫২) শুক্রবার দুপুরে রাজধানীর পল্লবী থেকে স্থানীয় জনতার হাতে গণধোলাই দিয়ে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শনিবার সকাল ১১টায় তাকে ফরিদপুরের ১নং আমলি আদালতে হাজির করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, “পল্লবী থানা পুলিশের সহযোগিতায় আমাদের পুলিশ আসামি গোলাম নাছিরকে ফরিদপুরে নিয়ে আসে। তার বিরুদ্ধে ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সরাসরি সশস্ত্র হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকা, ফরিদপুর ও ভাঙ্গায় পাঁচটি মামলা রয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র মিছিলে হামলা চালানোর ঘটনায় দুটি মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে। এছাড়া মোটর ওয়ার্কার্স ইউনিয়নের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের প্রায় ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও মামলা দায়ের রয়েছে।

স্থানীয়রা জানান, পলাতক থাকার পরও নাছির সাম্প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। এর মধ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। একই অনুষ্ঠানে জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি মো. জুবায়ের জাকিরও সঞ্চালনা করেন।

গোলাম নাছির ফরিদপুরে দীর্ঘ দুই দশক ধরে সন্ত্রাস, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে পুলিশ তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। পুলিশের কালো তালিকাভুক্ত এই সন্ত্রাসী এক সময়ে ফরিদপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি থেকে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতিও হয়েছিলেন। তার অপরাধী জীবনের শুরুটা হয় ভয়ানক সন্ত্রাসী বাবু কসাইয়ের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে।

ফরিদপুরবাসীর জন্য আতঙ্কের নাম গোলাম নাছির। তিনি নানা অপরাধের মাধ্যমে জমিয়েছেন কোটি কোটি টাকা। পুলিশ ও জনতার যৌথ প্রচেষ্টায় তাকে আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *