ফুলবাড়িয়া ট্রাফিক জোন কর্তৃক পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩ | আপডেট: ১২:৩০ পূর্বাহ্ণ,

জহিরুল ইসলাম রাজু ( সহ সম্পাদক )ঃ

আজ ফুলবাড়িয়া ট্রাফিক জোন কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কমিউনিটি ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক – শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিআরটিসি ফুলবাড়িয়া বাস টার্মিনালে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পুলিশ কমিশনার জনাব আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম। তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের বিশেষ কিছু নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাড়ি চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেন। অতিরিক্ত ভাড়া আদায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চোখে ঘুম নিয়ে গাড়ি না চালানো, এসকল বিষয়ের সতর্কতা অবলম্বন করতে বলেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব নাজমুল রায়হান এবং এসি ট্রাফিক ফুলবাড়িয়া জোন, এসি ট্রাফিক লালবাগ জোন, এসি ট্রাফিক কোতোয়ালি জোন এবং অত্র জোনের টিআইবৃন্দ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

 



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *