ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

আবুল হাসনাত তুহিন, ফেনী: আগামীকাল ১৪ অক্টোবর বিকাল ২টা ৩০ মিনিটে মাঠে গড়াতে যাচ্ছে “ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফেনী সদর উপজেলা দল ও ফুলগাজী উপজেলা দল। ফেনী জেলার ছয়টি উপজেলা দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিটি দলে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণের সুযোগ পাবেন বলেও জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রোমেন শর্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদিন, শাহ ওয়ালী উল্লাহ মানিক, কপিল মাহমুদ রিয়াজ, মো. ফয়েজ রনি, আব্দুল কাইয়ুম সোহাগ ও শহীদুল ইসলামসহ সাংবাদিক ও বিভিন্ন ক্রীড়া সংগঠক।
অন্যদিকে, সোমবার বিকেলে সদর উপজেলা দলের জার্সি উন্মোচন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জার্সি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মো. আমজাদুর রহমান রুবেল, ইফতেখার রাশেদ, তানভীর রায়হান, মাহফুজ আহমেদ, টিম ম্যানেজার কফিল উদ্দিন মামুন, কোচ জাহাঙ্গীর আলম, দলের অধিনায়ক আজিজুল হকসহ খেলোয়াড়রা।
আহ্বায়ক কমিটির সদস্য আমজাদুর রহমান রুবেল বলেন, “আমরা একটি শক্তিশালী দল গঠন করেছি। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। বিগত তিনটি আসরেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি, ধারাবাহিকতা বজায় রেখে এবারও চ্যাম্পিয়ন হব।”

