বগুড়ায় দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশিত: 11:25 pm, April 9, 2025 | আপডেট: 11:25 pm,

বগুড়ায় দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই

মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে দিনদুপুরে নিতেশ গাঙ্গুলী নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৮ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বনানী বনানী পর্যটন মোটেল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নিতেশ গাঙ্গুলী (৫০) জেলার নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া গ্রামের মৃত নিত্যানন্দের ছেলে। তিনি রেনজিট এগ্রো সাইন্স লিঃ এর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। বর্তমানে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিতেশ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী তার গতিরোধ করে। তারা তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুপুর পৌণে একটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি আরো জানান, আমরা ছিনতাইয়ের ঘটনার ব্যাপারে অবগত হয়েছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *