বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন শিমুর- রাসেলস ভাইপার বিষধর সাপের সতর্ক বার্তা
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা:::
আমার প্রান প্রিয় বটিয়াঘাটা উপজেলাবাসী। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে বিষধর সাপের প্রাদুর্ভাবের কথা জানা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের আতংকিত হওয়ার কিছু নেই। কয়েকটি সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করলে আপনারা সাপের আঘাত থেকে রক্ষা পেতে পারেন।
১. রাতের বেলায় ঝোপ ঝাড়, স্যাতস্যাতে স্থান এড়িয়ে চলা, প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করা।
২. কৃষকগণ গামবুট ব্যবহার করতে পারেন।
৩. কোথাও সাপ এর অস্তিত্ব টের পেলে তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করা।
যদি দুর্ভাগ্যজনকভাবে কাউকে সাপে কামড় দেয়, তবে আতংকিত হবেন না। নিম্নের কাজ গুলো করবেন।
১. অতিসত্ত্বর নিকটস্থ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে ডাক্তারের শরণাপন্ন হওয়া।
২. সাপে কামড়ের ক্ষতস্থানে কোনক্রমেই কাটাছেড়া, বাধা বা রক্ত বের করা যাবে না।
৩. কোন ধরণের ওঝা বা ঝাঁড়ফুকের আশ্রয় নিবেন না, এতে শুধু সময় নষ্ট হবে।
বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেল ভাইপার সাপ সহ বাংলাদেশে বসবাসরত সকল সাপে কামড়ানোর এন্টিভেনম ভ্যাক্সিন যথেষ্ট পরিমাণে মজুদ আছে। সাপে কামড়ানোর দুই ঘন্টার মধ্যে রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রোগী আরোগ্য লাভ করবে।
সুতরাং কেউ আতংকিত হবেন না। যদি কাউকে সাপে কামড়ায়, অতিসত্ত্বর স্বাস্থ্য কমপ্লেক্সে আনুন।