বণিজ্যমন্ত্রীকে জনতার অধিকার পার্টির ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৩ | আপডেট: ১২:৩৯ পূর্বাহ্ণ,

জনতার অধিকার পার্টি পিআরপি কর্তৃক আয়োজিত

বাণিজ্যমন্ত্রী টিপু মন্ত্রীকে 24 ঘন্টার আল্টিমেডাল জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের তারেকের

দ্রব্যমূল্য উদ্রগতির প্রতিবাদে আজকের সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তাদের বক্তব্য
উক্ত সমাবেশে উপস্থিত রয়েছেন।
জনতার অধিকার পার্টি পিআরপি
আইন বিষয়ক সম্পাদক সম্পাদক
এডভোকেট মহিউদ্দিন শিশির।।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নূরে আলম খোকন খান উপস্থিত
দপ্তর সম্পাদক
মোশারফ হোসেন
জনতার অধিকার পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন…

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি একেএম রকিবুল ইসলাম রিপন
তিনিও বলেন দেশের মানুষ আজ ভালো নেই।।
আজ তাদের অবস্থা খুব সংকটা পণ্য
দ্রব্যমূল্যের যে হাল এতে করে মানুষ না খেয়ে মরবে।।
সুষ্ঠু নির্বাচন দিয়ে প্রমাণ করুন
কে যোগ্যকে আরো যোগ্য।।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

জনতার অধিকার পার্টির পিআরপির
মাননীয় চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া
তার বক্তব্যে বলেন

দেশের মানুষ আজ ক্লান্তিকাল মুহূর্ত পার করছে দেশের মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেমনটাই বেড়েছে
তেমনি মানুষের আয়ের কোন সম্ভাবনা নেই
আয়ের সাথে বেয়ের কোন মিল নেই।
জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বাণিজ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেন।।
এটিতে জাতি হতাশ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বাণিজ্যমন্ত্রী ব্লাক বাহিক গাড়িতে ঘুরেন।

অথচ জনগণ না খেয়ে দিন পার করছেন। যদি আপনি
নিজেকে ব্যর্থ দাবি করেন।।
তাহলে আগামী ২৪ ঘন্টার ভিতরে আপনি।
পদ্ধতি করুন।। যদি পদত্যাগ করতে আপনার অসুবিধা হয় চব্বিশ ঘন্টার জন্য।
আমাকে দায়িত্ব দিন। ২৪ ঘন্টার ভিতরে আমি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসবো।
জনগণের মৌলিক অধিকার জনগণকে বুঝিয়ে দেব আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না।।
মানুষের ন্যায় প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।।
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন নির্দলীয় তত্ত্বাবতার সরকারের অধীনে নির্বাচন।
দিয়ে দেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিন গণতন্ত্রের ভোট জনগণকে দিতে দিন।
জনগণের মৌলিক চাহিদা পূরণে আপনারা সম্পূর্ণ ব্যর্থ তাই আপনাদের ক্ষমতা থাকার কোন দরকার নেই
জনগণের সাথে আপনার মন্ত্রী এমপি জনপ্রতিনিতিরা প্রতিনিয়ত প্রতারণার আশ্রয় নিচ্ছে।।
লুটপাট করে দেশের টাকা বিদেশে প্রচার করছে।
দেশের কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই।।
মেধাবী লক্ষ লক্ষ যুবক আজ বেকারত্ব বরণ করছে।
তাদের জীবিকার জন্য যেন সরকারের কোন দায় নেই।
তাই এ সরকারের থাকার কোন অধিকার নেই।।
জনগণ আজ দেওয়ালে পিক ঢেকে গেছে।।
যেকোনো মুহূর্তে জনগণ রাস্তায় নেমে পড়বে।।
তখন আপনার লেলিয়ে দেওয়া প্রশাসন দিয়ে।
দমিয়ে রাখা যাবে না
জনগণ আজ ভোট দেওয়ার জন্য উৎপল্ল্য হয়ে আছে।
শুধু আপনাদের একান্ত সদিচ্ছাই যদি থাকে।।
একবারের জন্য হলে সুস্থ নির্বাচন দিন।।
জনগণ ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে।।
কাকে ক্ষমতা চায় জনগণের মৌলিক অধিকার জনগণকে বুঝিয়ে দিন।

জনগণের উপর স্টিমার রোলার চালানো বন্ধ করুন আপনারা জনগণের চাহিদা পূরণে আজ সম্পূর্ণ ব্যর্থ তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গঠনমূলক নির্বাচন দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করুন নতুন সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের।বিশ্বের সাথে সাথে তাল মিলিয়ে মানুষের ন্যায্য ভোটের অধিকার ফিরিয়ে দিন।। তাহলে দেশের গণতন্ত্র রক্ষা হবে আপনার কোন অধিকার নেই এ দেশের মানুষকে এভাবে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে।
আবারো বলছি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করুন বাণিজ্যমন্ত্রী মুন্সী সাহেব না হয় ক্ষমতা আমাকে বুঝিয়ে দিন।।
24 ঘন্টার ভিতরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসবো

কথা দিলাম কথা রাখবো এসব বক্তব্য রাখেন।।

জনতার অধিকার পার্টির
মাননীয় চেয়ারম্যান তারিকুল ইসলাম।।

১/৪/২৩ রোজর শনিবার
জাতীয় প্রেসক্লাবের সামনে



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *