বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী উমামা ফাতেমার


নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
উমামা ফাতেমা পোস্টে লেখেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”
তার এই ঘোষণার মাধ্যমে চলমান ডাকসু নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভোটের দিন সকাল থেকে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেসব অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে দীর্ঘ সাড়ে ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্ররাজনীতির বিভিন্ন সংগঠন অংশ নিলেও নির্বাচনকে ঘিরে শুরু থেকেই সমালোচনা ও বিতর্ক চলছিল।
বিশ্লেষকদের মতে, ভিপি প্রার্থীর এই বর্জন ঘোষণার পর নির্বাচন প্রক্রিয়ার ওপর আস্থা আরও কমে যেতে পারে।