বরিশালে পঞ্চম শ্রেণীর ছাত্রী নিখোঁজ: পুলিশ তৎপর, পরিবার উৎকণ্ঠায়

প্রকাশিত: 7:55 pm, August 16, 2025 | আপডেট: 7:55 pm,

বরিশালে পঞ্চম শ্রেণীর ছাত্রী নিখোঁজ: পুলিশ তৎপর, পরিবার উৎকণ্ঠায়

 

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডের সোনামিয়ার পোল এলাকায় মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে ৫ম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মোসাঃ নুসরাত (১৩), যিনি স্থানীয় ৯ নং মাঠরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তিনি রাসেল ও সম্পা দম্পতির একমাত্র কন্যা।

 

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নুসরাত প্রতিদিনের মতো বিদ্যালয়ে পড়াশোনার উদ্দেশ্যে বের হন। তবে স্কুল শেষে নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। তারা প্রথমে আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি।

 

নিখোঁজের বিষয়ে নুসরাতের মা এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে (জিডি নং ৫৬৪)।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “নিখোঁজ স্কুলছাত্রীর বিষয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছি। ইতোমধ্যেই মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।”

 

পরিবার ও স্থানীয়রা উদ্বিগ্ন, এবং তারা প্রত্যাশা করছেন যে পুলিশ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। স্থানীয়রা সবাই অনুরোধ জানিয়েছেন, যদি কেউ নুসরাতের অবস্থান সম্পর্কে তথ্য জানে, অনুগ্রহ করে নিকটস্থ থানায় জানান।

 

নিখোঁজ হওয়া শিশুদের নিরাপত্তা ও দ্রুত উদ্ধার বিষয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষও যথাযথ ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

আরও পড়ুন