বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

প্রকাশিত: 2:56 pm, September 9, 2025 | আপডেট: 2:56 pm,

বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক : আজ (মঙ্গলবার) ৯ সেপ্টেম্বর ২০২৫, বহুল আগ্রহ ও প্রত্যাশার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ভোর থেকে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে দেখা গেছে শিক্ষার্থীদের দীর্ঘ সারি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

অনেকে বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচন একটি “টেস্ট কেস” বা ক্ষুদ্র পরিসরের পার্লামেন্ট নির্বাচন হিসেবে বিবেচিত হতে পারে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ, গণজমায়েত এবং প্রার্থীদের সক্রিয় প্রচারণা—সব মিলিয়ে এই নির্বাচনের গুরুত্ব বেড়ে গেছে বহুগুণে।

 

কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভিপি (সহসভাপতি) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেরাই ভোটারদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা সকালে কেন্দ্র পরিদর্শনে আসেন। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েমও বিভিন্ন হলে ঘুরে ভোটারদের সাথে কথা বলেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোটারদের মাঝে ব্যাপকভাবে সক্রিয় দেখা গেছে।

 

শিক্ষার্থীরা বলছেন, বহু বছর পর এমন পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা উৎসাহিত। কেউ কেউ একে “গণতন্ত্রের মহড়া” হিসেবে অভিহিত করছেন।

 

উল্লেখ্য, দীর্ঘ সময়ের স্থবিরতা কাটিয়ে এবার ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে নানা রাজনৈতিক সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। দুপুরের মধ্যে প্রায় সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি বেড়ে যায়। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন শিক্ষার্থী ও সাধারণ ভোটাররা।

দিনব্যাপী ভোট শেষে রাতেই ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *