বাঁশের কেল্লা দরবার শরীফে : ঈদে মিলাদুন্নবী (দ.) : জশনে জুলুস

প্রকাশিত: 2:39 pm, September 7, 2025 | আপডেট: 2:39 pm,

বাঁশের কেল্লা দরবার শরীফে : ঈদে মিলাদুন্নবী (দ.) : জশনে জুলুস

মো. মাহবুবুর রহমান (নোমান-আল-কাদেরী) : রিপোর্টার : বন্দর ও নারায়ণগঞ্জ: ঈদ শব্দের আভিধানিক অর্থ হলো খুশী বা আনন্দ। আল্লাহর রাব্বুল আলামীন শতোভাগ প্রেমকে দুইভাগে বিভক্ত করেছেন একভাগ নিরানব্বই ভাগে আরেক ভাগ এক ভাগে। নিরানব্বই ভাগ প্রেমকে নিজের মধ্যে গচ্ছিত রেখে রাসূলে আকরাম (দ.)’র প্রতি অনবরত প্রেম নিবেদন করে যাচ্ছেন। আর একভাগ প্রেমকে বন্টন করে দিয়েছেন আঠারো হাজার মাখলুকের মাঝে। সেই বন্টনকৃত প্রেমের তীব্র টানে একজন পুরুষ একজন নারীকে একজন নারী একজন পুরুষকে ভালোবেসে প্রেম প্রণয় অভিসারে হয় এক সময় অভিভাবকদের মাধ্যমে তারা বিবাহবন্ধনে হয় ফলে এ আনন্দ শুধু ব্যক্তিদ্বয়ের সীমারেখার মধ্যে সীমাবদ্ধ থাকে তাই এটা ঈদে পরিবার।

 

গোত্র ভিত্তিক কোনো খেলার আয়োজন হলে যে গোত্রের সন্তানেরা বিজয় ট্রফি প্রাপ্ত হয় সেই আনন্দ শুধু ঐ গোত্রের সীমারেখায় আবদ্ধ তাই এটা ঈদে গোত্র। এমনিভাবে পাড়া বভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, গ্রাম বা মহল্লা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, বৃহত্তর জেলা ভিত্তিক ও রাষ্ট্র ভিত্তিক খেলা হলে উল্লেখিত ভূখণ্ডের যে সন্তানেরা বিজয় ট্রফিপ্রাপ্ত হয় তখোন সে ভূখণ্ডের সীমারেখাতেই আনন্দ সীমাবদ্ধ থাকে।

 

যদি কোনো এ্যাস্ট্রোনোমার বা জ্যোতির্বিদ ঘোষণা করে যে এ বছর এমন একটি জ্যোতিষ্কের উদয় হয়েছে যার ফলশ্রুতিতে এ বছর গোটা পৃথিবী ব্যাপী সর্বত্র শান্তি আর শান্তি বিরাজ করবে, শষ্য-শষ্যাদী, ফল-ফলাদীর প্রাচূর্যতা দেখা দিবে তাই এ আনন্দ শুধু পৃথিবীর সীমারেখার মধ্যে সীমাবদ্ধ তাই এটা ঈদে পৃথিবী। যাঁকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামীন কিছুই সৃষ্টি করতেন না। যিনি মানবতার দূত, যিনি মুক্তির দিশারী, সমগ্র জগৎ ও সমস্ত জগতের সংশ্লিষ্ট সকলের জন্য রহমতস্বরূপ সেই রহমাতুল্লিল আলামীনকে মা আমিন (রা.)’র রেহেম মোবারক অতিক্রম করে মানব সুরতে প্রেরিত হয়েছেন অর্থাৎ শ্রেষ্ঠ জীবের কাছে শ্রেষ্ঠকে প্রেরণ করেছেন বলে সমস্ত জগৎ ও সমস্ত জগতের সংশ্লিষ্ট সকলেই খুশী বা আন্দিত হয়েছে তাই এটা হাকিকতে ঈদে আলামীন আর যা বাহ্যত তা ঈদে মিলাদুন্নবী (দ.)। অর্থাৎ সকল ঈদের সেরা ঈদ : ঈদে মিলাদুন্নবী (দ.)।

 

এই ঈদকে সামনে রেখে (০৫ সেপ্টেম্বর : শুক্রবার সকালে) নারায়ণগঞ্জস্থ বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী গ্রামে অবস্থিত বাঁশের কেল্লা দরবার শরীফের স্বত্বাধিকারী জনাব শাইয়িন ক্বাদীর’র তত্ত্বাবধানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উৎযাপিত হয়। গণ জমায়েত লগ্নে প্রথমতঃ পায়েশ বিতরণ করে জুলুশটি দরবার শরীফ থেকে সাবদী বাজার হয়ে সেলসারদী গ্রাম অতিক্রম করে ফের দরবার শরীফে অবস্থান করে কুতুব বাগ ঐতিহাসিক জামে মসজীদের সহকারী খতীব আলহাজ্ব মাওলানা নোমান-আল- কাদেরী পরিচালিত মীলাদ শরীফের মাধ্যমে আলোচনা সভা হয়।

প্রধান অতিথি জনাব মহিউদ্দিন শিশির, সিনিয়র সহ-সভাপতি, বন্দর উপজেলা বিএনপি, আখেরী মোনাজাত পরিচালনা করেন প্রধান আলোচক আলহাজ্ব মাওলানা গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ-আল-কাদেরী, উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেমে দ্বীন ও দৈনিক মানব জমীন পত্রিকার সম্পাদক জনাব সাব্বির আহমেদ পিন্টু এবং হাজরাদী বাইতুল মোকাদ্দাস জামে মসজিদের সেক্টারী জনাব ফজলুল করীম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান বক্তা বলেন- এ বছরের ভুলত্রুটিগুলো শোধরিয়ে আগামী বছর আরো বড়ো পরিসরে আয়োজন করবেন বলে আশ্বস্ত করেন। সভা শেষে সকল উপস্থিতির মাঝে তাবারক বিতরণ করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *