বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হলের প্রত্যেক রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি প্রতিনিধি ::::
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা দেন।
সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা দলে দলে হল ছেড়ে ময়মনসিংহ শহরে যাওয়ার উদ্দেশ্যে আব্দুল জব্বার মোড়ে এসে ভিড় করতে দেখা যায়। অনেক শিক্ষার্থী বুধবার (১৭ জুলাই ) মধ্যরাতে হল ছেড়ে চলে যায়।
বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল পরিদর্শন করে দেখা যায়, শিক্ষার্থীদের হল ছাড়ার পর প্রত্যেক রুম সিলগালা করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হলের রুম না খোলার কথা জানা যায়।
এই বিষয়ে ফজলুল হক হলের প্রশাসন কতৃপক্ষ জানান, আমরা একটা লিস্ট করে দেখেছি রাত ১০টার ভেতর প্রায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী চলে যাবে। যাদের বাড়ি দূরে আগামীকাল সকাল ৬ টায় চলে যাবে।
বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নত এক শিক্ষার্থী জানান, আমার বাড়ি চট্টগ্রাম। আমি কিভাবে বাড়ি যাব চিন্তা করতে পারছি না। এই সময় টিকিট পাওয়াও কষ্টকর। তাছাড়া সারা বাংলা শাটডাউন কর্মসূচী চলছে। অনেক আতঙ্কের ভেতর আছি।
উল্লেখ্য বুধবার বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রার মো অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হল বন্ধের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে বর্তমান উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় বাকৃবিতে সিন্ডিকেটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
উক্ত ঘোষণায় বৃহস্পতিবার (১৮ জুলাই ) দুপুর ১২টার ভেতর হল ত্যাগ করতে বলা হয়।