বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সন্তান না.গঞ্জ ক‌মি‌টি‌তে আহ্বায়ক নুর আলম, স‌চিব সাংবা‌দিক লিংকন

প্রকাশিত: 11:53 am, November 30, 2025 | আপডেট: 11:53 am,

বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সন্তান না.গঞ্জ ক‌মি‌টি‌তে আহ্বায়ক নুর আলম, স‌চিব সাংবা‌দিক লিংকন

নিজস্ব প্রতি‌নি‌ধি :

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন ক‌রা হ‌য়ে‌ছে। এতে মো. নূর আলম আকন্দ আহ্বায়ক ও সাংবা‌দিক সৈয়দ সিফাত আল রহমান ‌লিংকনকে সদস্য সচিব করে ২৯ জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি মনোনীত করে অনুমোদন প্রদান করা হয়ে‌ছে। শ‌নিবার ২৯ ন‌ভেম্বর বিকা‌লে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সি‌লের চেয়ারম‌্যান মো. সোলায়মান মিয়া এবং মহাস‌চিব মো. শ‌ফিকুল ইসলাম স্বা‌ক্ষ‌রিত প‌্যা‌ডে এ ক‌মি‌টির অনু‌মোদন করা হয়ে‌ছে।

যেখা‌নে নি‌র্দেশনা দেয়া হয় গঠনতন্ত্রের আইন-কানুন মেনে ঢাকা বিভাগ ও কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে আগামী ০৩ মাসের মধ্যে সকল উপজেলা কমিটি গঠন করে সংগঠন পরিচালনা করতে হবে। এই পত্র জারীর ১৫ দিনের মধ্যে পরিচিতি সভা, স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সাথে সৌজন্য সাক্ষাত করার জন্য নির্দেশ প্রদান করা হয়ে‌ছে। এমন‌কি এ ক‌মি‌টি‌কে সর্বাত্মক সহ‌যোগীতা করার জন‌্য আহ্বান জানি‌য়ে‌ছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় প্রশাসনসহ সকল‌কে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নারায়ণগঞ্জ জেলা ক‌মি‌টি‌তে যুগ্ম আহ্বায়ক প‌দে র‌য়ে‌ছেন সালাউদ্দিন মোল্লা, আল আমিন প্রধান, মোঃ মাসুদ রানা হাছান, মোছাঃ আইমুন সুলতানা রুবা।

এছাড়াও সদস‌্য হি‌সে‌বে যুক্ত র‌য়ে‌ছেন মো. আরিফ, মোঃ নাদির হোসেন মিঠু, মোছাঃ তানিয়া আক্তার, মোঃ আরমান, মোঃ শামীম,মোঃ নাজমুল হক মোল্লা, মোঃ শামিম খাঁন, মোঃ স্বপন মিয়া, মোঃ নকিবুল প্রধান, মোঃ ইমন ইসলাম, ভূঁইয়া মোহাম্মদ মুরাদ,  মোঃ ইকবাল প্রধান বাপ্পিমোঃ এডভোকেট তৌফিক হাসান আপেল, মোঃ জসিম উদ্দিন, মোঃ ফিরোজ আলম, মোঃ এডভোকেট লিটন, মিঠু বসু, মোঃ আতাউর রহমান, মোঃ শুভ, মোছাঃ মাসুমা আক্তার, মোঃ মিলন মিয়া,
তাছলিমা আক্তার, মোঃ মাসুম মোল্লা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *