বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: 8:21 pm, July 27, 2025 | আপডেট: 8:21 pm,

বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

খান মেহেদী, বাকেরগঞ্জ প্রতিনিধি (বরিশাল):  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল এবং ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে মো. সাইফুল ইসলামের স্ত্রী মোসা. সাজেদা বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে।

 

ভুক্তভোগী মো. আবুল কালাম হাওলাদার জানান, মাছুয়াখালি মৌজার এসএ ৪৫/৪৭ খতিয়ানের ৫০০, ৫০১, ৪৯০ ও ৫০২ দাগের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। স্থানীয়ভাবে একাধিকবার শালিস হলেও বিরোধ মীমাংসা হয়নি।

 

অভিযোগ রয়েছে, গত ২৪ জুলাই বিবাদীপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জমিতে প্রবেশ করে পেঁপে, মরিচ, বেগুনসহ বিভিন্ন গাছপালা কেটে ফেলে। এ ঘটনায় একই দিন বাকেরগঞ্জ থানায় ফৌজদারি কার্যবিধির ১৪৪/৪৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়।

 

এলাকাবাসীর মতে, আদালতের আদেশ অমান্য করে জমি দখলের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

 

বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *