বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: 2:56 am, July 27, 2025 | আপডেট: 2:56 am,

বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) নাজিরহাট পৌরসভা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন ২৫ জুলাই সুয়াবিল সিদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন শ্রী সজল চক্রবর্তী এবং সঞ্চালনায় ছিলেন শ্রী অমিত ভৌমিক সৈকত।

 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী বাসু চৌধুরী এবং উদ্বোধন করেন উপজেলা সভাপতি শ্রী মানস চক্রবর্তী। অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, গীতাপাঠ ও আর্থিক প্রতিবেদন উপস্থাপনসহ নানা ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমাজকর্মী রাহুল নাথের চিকিৎসায় অর্থ সহায়তাও প্রদান করা হয়।

 

দ্বিতীয় অধিবেশনে সরাসরি ভোটে আগামী ২০২৫-২০২৮ মেয়াদের জন্য শ্রী সঞ্জয় ধর সভাপতি ও শ্রী রবি দে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

সম্মেলন শেষে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আয়োজকরা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *