বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত: 3:07 pm, August 9, 2025 | আপডেট: 3:07 pm,

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ
বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শনিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে ‘শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন’ আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, “মসজিদের মূল কাঠামো অপরিবর্তিত রেখে ভেতরে আধুনিকভাবে সাজানো হবে।” পাশাপাশি মসজিদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে স্বৈরাচারী কমিটি বন্ধে নতুন নীতিমালা প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।

এদিন দুপুরে রাজধানীর বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের ভরণপোষণের জন্য ৩ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার চেক বিতরণ করেন ধর্ম উপদেষ্টা। যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইমদাদুল মুসলিমিন’-এর অর্থায়নে দেশের ৮১টি মাদ্রাসা ও এতিমখানায় এ সহায়তা প্রদান করা হয়।

মানবসেবার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ হোসেন বলেন, “সব ধর্মেই দান, সাহায্য ও সহানুভূতির শিক্ষা দেওয়া হয়েছে। মানবসেবা সমাজে সহানুভূতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক স্থিতিশীলতা বাড়ায়। এর মাধ্যমে যে মানসিক প্রশান্তি পাওয়া যায়, তা অর্থ বা খ্যাতি দিয়েও অর্জন করা সম্ভব নয়।”

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প–১) মো. আনোয়ার হোসেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *