বালিয়াকান্দিতে জুলাই শহিদদের স্মরণে রিক এনজিও’র বৃক্ষরোপণ কর্মসূচি


মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে স্মরণ ও সম্মান জানিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে রিক (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার) এর বালিয়াকান্দি উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ৫০০টি ফলদ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ রোপণ করা হয়।
এই কর্মসূচির উদ্বোধন করেন রিক বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক মোঃ আলী আজম। এসময় আরও উপস্থিত ছিলেন—
ক্রেডিট অফিসার: মোঃ মতিউর রহমান
হিসাবরক্ষক: মিঠুন কুমার
রিক সদস্য: মোঃ শিপন শিকদার, সোহেলুর রহমান, রিমা আক্তার, ইশরাত রহমান প্রমুখ।
রিক ব্যবস্থাপক আলী আজম বলেন, “রিক এনজিও পরিবেশ সংরক্ষণে সচেতন। আমাদের SMART প্রকল্পের আওতায় সারাদেশের মতো রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ অব্যাহত থাকবে।”