বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন শেখ মোঃ আব্দুল্লাহ


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের এমপি পদপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ নেতাকর্মীসহ পুরো এলাকার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়েই এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়।
তিনি অভিযোগ করেন, বর্তমান স্বৈরাচারী সরকার জনগণের অধিকার হরণ করেছে। বিএনপি গণতন্ত্র রক্ষায় সর্বাধিক ত্যাগ স্বীকার করেছে। শেখ মোঃ আব্দুল্লাহ আরও বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জনগণের আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমাদের শপথ নিতে হবে—গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির আন্দোলনে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তবে নেতাকর্মীদের তা প্রতিহত করতে হবে।
সবশেষে তিনি বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।