বীরগঞ্জে ওসির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: নারীসহ ৩ জন আটক, একজনের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত: 4:49 am, July 19, 2025 | আপডেট: 4:49 am,

বীরগঞ্জে ওসির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: নারীসহ ৩ জন আটক, একজনের ৩ মাসের কারাদণ্ড

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় বীরগঞ্জ উপজেলার পৌর শহরের গোলাপগঞ্জ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের যৌথ নেতৃত্বে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন ।

অভিযানে রিমু আক্তার (২৭) নামের এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইনজামামুল হক পায়েল ও পান্না আক্তার কে ৭৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নিয়মিত মামলা দেওয়া হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ১৪ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।

বীরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *