বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

প্রকাশিত: 9:41 am, October 15, 2025 | আপডেট: 9:41 am,

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

নজিৎ সরকার রাজ : আপনার শিশুর অধিকার, আপনার দায়িত্ব প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫ উদযাপন করা হয়েছে।

 

গত ১২ অক্টোবর থেকে কবি নজরুল উচ্চ বিদ্যালয়, জালালপুর উচ্চ বিদ্যালয়, দেউলি উচ্চ বিদ্যালয়, চাউলিয়া উচ্চ বিদ্যালয় ও সনকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিনব্যাপী চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

 

১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন অফিসার মোনায়েম আলী।

 

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশ ও অধিকার সচেতনতা বৃদ্ধি করে। ভবিষ্যতে নেতৃত্ব গুণ বিকাশে এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *