বীরগঞ্জ মহুগাঁও মহা শ্মশান ঘাটে চুল্লি উদ্বোধন অনুষ্ঠান

প্রকাশিত: 8:21 pm, September 1, 2025 | আপডেট: 8:21 pm,

বীরগঞ্জ মহুগাঁও মহা শ্মশান ঘাটে চুল্লি উদ্বোধন অনুষ্ঠান

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বীরগঞ্জ মহুগাঁও মহাশ্মশানের চুল্লী উদ্বোধন করেন, সভাপতিত্ব করেন কিরন চন্দ্র দাস, সহ সভাপতি মনমোহন দাস,বনমালী দাস,অতুল দাস, সাধারন সম্পাদক রমনী কান্ত দাস, সাংগঠনিক সম্পাদক রনজিৎ সরকার( রাজ) । সহ সভাপতি শরত বর্মন , সুব্রত দাস,গনেশ দাস, মহাদেব দাস,অমল সরকার,শরত চন্দ্র রায়,পুরোহিত প্রশান্ত চক্রবর্তী, দয়ালু বর্মন, অশনি সরকার,নকুল মাষ্টার, পুনরায়, দিনেশ দাস,পরিতোষ রায়,সুদীপ্ত চক্রবর্তী , মানস দাস,জয়দেব দাস,সজিব দাস, অনাথ দাস, হরিপ্রসাদ দাস, জয়দেব সরকার, সকল সদস্য অংশগ্রহণ করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *