বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: 8:39 pm, October 20, 2025 | আপডেট: 8:39 pm,

বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নে সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বিকেলে বিরল বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষক ফ্রন্ট এর বোচাগঞ্জ শাখার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, মৃত্তিকা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল, দিনাজপুর জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর হক, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি আফজাল হোসেন, দিনাজপুর যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সাহেব জামান বাবু, জেলা সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আব্দুল মালেক, বিরল উপজেলা জাকের পার্টির সভাপতি আনোয়ার হোসেন ও কাহারোল উপজেলার সভাপতি নুর এ আলম।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্টের জেলার সভাপতি মোজাহারুল ইসলাম। এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জনসভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *