ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা


আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-পাকিস্তান দুই দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। কয়েক দিন ধরে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রাণঘাতী সংঘাতের পর একটি ‘সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ উপনীত হয়েছে ভারত ও পাকিস্তান।
দুই প্রতিবেশী দেশের মধ্যে এ উত্তেজনার শুরু হয় গত ২২ এপ্রিল, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর। ওই হামলায় ২৬ জন নিহত হন। ভারত কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই পাকিস্তানের সঙ্গে হামলাকারীদের সংযোগ আছে বলে অভিযোগ করে। পাকিস্তান দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করে পেহেলগামে হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তানের ৬টি জায়গায় ২৪টি হামলা হয়েছে। হামলায় ৩৩ বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত ও ৭৬ জন আহত হয়েছেন।
জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। নিয়ন্ত্রণরেখাজুড়েও (এলওসি) ভারতের একাধিক তল্লাশিচৌকিতেও হামলা করেছে দেশটি। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান গতকাল একটি যুদ্ধবিরতিতে উপনীত হয়। বিশ্বনেতারা তাঁদের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন।