ভুয়া পুলিশ সুরুজ্জামানের জয়দেবপুর এলাকায় ছিনতাইসহ নানা অপরাধ
মোঃ খাইরুজ্জামান সজিব-
নির্বাহী সম্পাদক:::
প্রতারক সুরুজ্জামান একেক সময় একেক নাম ব্যবহার করে পুলিশের ইউনিফর্ম এ নাম নাছির উদ্দিন সাব ইন্সপেক্টর জয়দেবপুর থানা গাজীপুর। জয়দেবপুর এলাকার বিভিন্ন অঞ্চলে ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত তার রয়েছে নিজস্ব ভুয়া পুলিশ বাহিনী যার মাধ্যমে সাধারণ জনগণকে জিম্মি করে ক্রাশের রাজত্ব কায়েম করছে।১৮৩ নলজানি জয়দেবপুর অঞ্চলে এই বাহিনীর ঘাঁটি রয়েছে বলে জানা যায়। অনুসন্ধানে আরো জানা যায় যে প্রতারকের নাম সুরুজ্জামান পিতা মৃত আলাল উদ্দিন মাতা আদর বানু ঠিকানা নরপতি খিলা, ডাকঘর মধুয়াখালী থানা আটপাড়া জেলা নেত্রকোনা। আরো জানা যায় এই প্রতারক একজন নারী লিপ্সু জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী হবিল সরকারের স্ত্রীকে সে জোরপূর্বক নিয়ে যায় স্ত্রীর খুঁজে হবিল সরকার জানতে পারে এই প্রতারক এখন তার স্ত্রীকে নিয়ে বিবাহ বহির্ভূতভাবে জোরপূর্বক সংসার করছে। এই প্রতারক চাকুরী বদলি বাণিজ্যের নামেও বহু লোকের কাছ থেকে টাকা নিয়ে এলাকাতে এখন যায় না গা ঢাকা দিয়ে জয়দেবপুর এলাকায় তার অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে। উল্লেখ্য যে গোপালগঞ্জ কাশিয়ানী নিবাসী মফিজুর রহমান ও মতিউর রহমান এর কাছ থেকে এসেন্সিয়াল ড্রাগ কোম্পানিতে চাকরি দিবে বলে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় পরবর্তীতে তারা যোগাযোগ করলে তার নাম্বার বন্ধ দেখায় অসহায় এই পরিবার তার কাছে টাকা দাবি করলে সে তা দিবে বলে না না তালবাহানা করে সময় ক্ষেপন করছে । জানাযায় প্রায় নেত্রকোনা এলাকায় ১০ থেকে ১৫ জন লোকের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। এ প্রতারক নিজের সহোদর বোনের ছেলেকে পুলিশে চাকরি দেবে বলে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় তার বোন আটপাড়া উপজেলার সোনাঝুর বাজারে একটি ভাড়া বাসায় থাকেন নিঃস্ব হয়ে সে এখন মানসিকভাবে অসুস্থ। তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় যে নেত্রকোনা সদর এলাকায় রয়েছে প্রতারক সুরুজ্জামানের অঢেল সম্পত্তি রয়েছে তিনটি বাড়ি একটি শাহজালাল পরিবহন বাস যা সিলেট রুটে চলাচলে করছে। রয়েছে দুটি প্রাইভেট কার প্রায় পাঁচ কোটি টাকার সম্পত্তি রয়েছে এই ভুয়া পুলিশ প্রতারক সুরুজ্জামানের । যথাযথ পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ভুয়া পুলিশ সুরুজ্জামান কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।