মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, জীবন নিয়ে শঙ্কায় এডভোকেট ফজলুর রহমান

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, ‘মব সৃষ্টিকারীরা’ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসার সামনে অবস্থান নেয় একদল লোক। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করেছেন তিনি। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় স্ত্রী–সন্তানকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এই জ্যেষ্ঠ আইনজীবী।
তিনি বলেন, আমাকে মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে। ভাড়া বাসার সামনে ওরা সকাল থেকে অবস্থান করছে। তারা বলছে—ফজলু পাগলাকে গ্রেপ্তার করো, হত্যা করো। আমি দেশের মানুষকে জানাতে চাই, আমার জীবন এখন বড় শঙ্কায়।
জুলাইয়ের গণ–অভ্যুত্থান নিয়ে তাঁর বক্তব্যের পর থেকেই কিশোরগঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ হয়। নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) তাঁর কুশপুত্তলিকা দাহ করে।
বিতর্কিত মন্তব্যের কারণে বিএনপি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল যদি মনে করে কর্মীর কিছু ত্রুটি আছে, শোকজ করতেই পারে। তবে রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবে দিতে হয়—হত্যার হুমকি দিয়ে নয়।
ফজলুর রহমান অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী শক্তি ও বিদেশে অবস্থানরত কিছু ইউটিউবার তাঁর বিরুদ্ধে মব জাস্টিসের উস্কানি দিচ্ছে।
ফ্রান্স থেকে দুজন ইউটিউবার আমাকে হত্যার আহ্বান জানিয়েছে। জামায়াতের একজন ইউটিউবার তো সরাসরি বলেছে—ফজলু পাগলাকে জবাই করতে হবে।
আইনি ব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, আমি কোনো মামলা করব না; জিডি করব না। মৃত্যু ভয় পাই না, তবে অপমৃত্যু লজ্জাজনক।
বাসার সামনে মব জমায়েত হলে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফজলুর রহমান।
বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্র, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন এবং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

