ময়মনসিংহে র্যাব-১৪-এর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে ভাগ্নিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে ময়মনসিংহে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি।
এজাহার সূত্রে জানা যায়, বাদী জসিম (৩৫) জানান, তার ভাগনি সুইটি আক্তার নিশি (২১)-এর স্বামী প্রায়ই অহেতুক ঝগড়া করত এবং প্রাণনাশের হুমকি দিত। গত ৬ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে বাদী চাচাতো বোনের স্বামীর কাছ থেকে জানতে পারেন যে, সুইটির স্বামী তাকে হত্যা করে পালিয়েছে।
পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, আসামির ঘরের খাটের উপর সুইটির লাশ পড়ে আছে, যার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নিহতের মামা জসিম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা (নং-১০, তারিখ-০৭ আগস্ট ২০২৫) দায়ের করেন, যা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অন্তর্ভুক্ত।
গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৪-এর সিপিএসসি ময়মনসিংহের একটি আভিযানিক দল ১০ আগস্ট ভোর ৪টা ৩০ মিনিটে ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি শাহ জাহান মৃধা (৬০) কে গ্রেফতার করে।
পরবর্তীতে আসামিকে ভালুকা থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।