ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে ২ অপহৃত উদ্ধার, চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: 5:47 pm, August 14, 2025 | আপডেট: 5:47 pm,

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে ২ অপহৃত উদ্ধার, চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে র‌্যাব-১৪, সিপিএসসি অভিযানে ২ জন অপহৃতকে উদ্ধার ও চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

র‌্যাব সূত্রে জানা যায়, কুড়িগ্রামের টাইলস মিস্ত্রি মো. রেজাউল করিম (৪৩) বন্ধুসহ ফুলপুরে কাজের জন্য আসেন। পূর্বপরিচিত মোখলেছুর রহমান স্বপন (২৫) এর বাসায় গেলে সংঘবদ্ধ চক্র তাদের আটক করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে ২০ হাজার টাকা নগদ ও ৯০ হাজার টাকা বিকাশে আদায় করে এবং আরও টাকা দাবি করে।

 

অভিযোগের ভিত্তিতে ১২ আগস্ট রাত ৩টার দিকে র‌্যাব-১৪ এর একটি দল ফুলপুরে অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্য মোখলেছুর রহমান স্বপন (২৫), মফিজুল ইসলাম (৫২), আলেপ হোসেন (৩২), মোশারফ হোসেন (৩২) ও বাবুল মিয়া (২০) কে গ্রেফতার করে। এসময় অপহৃত রেজাউল করিম ও সাকিবকে উদ্ধার এবং হাতিয়ে নেওয়া ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতদের ফুলপুর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *