ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 10:51 pm, August 10, 2025 | আপডেট: 10:51 pm,

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রবিবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

 

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। জুলাই ২০২৫ মাসে জেলার ১৪টি থানায় ৪০৯টি এবং জুন ২০২৫ মাসে ৪৪৬টি মামলা দায়ের হয়েছে। এ ছাড়া নিয়মিত মোবাইল কোর্ট ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

সভায় জেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণসহ চাঞ্চল্যকর ঘটনার পর্যালোচনা করা হয়।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে, তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও উদ্যোগী হতে হবে। আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন।”

 

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতারুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *