ময়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত 

প্রকাশিত: 2:34 am, June 14, 2025 | আপডেট: 2:34 am,

ময়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :  ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে১টি মামলা ও অর্থদণ্ড আরোগ করা হয়।

আজ ১৩ জুন শুক্রবার ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস্ট্যান্ড এলাকা এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোট পরিচালনা কালে অতিরিক্ত ভাড়া আদায় অভিযোগে সৌখিন পরিবহনকে একটি মামলা ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।অন্যান্য বাস গুলোকে বিভিন্ন অনিয়ম থেকে সতর্ক করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলমের নেতৃত্বে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের তত্ত্বাবধানে সমগ্র ময়মনসিংহ জেলায় মোবাইল কোট অভিযান চলমান আছে ও থাকবে বলে প্রশাসন কর্তৃক জানানো হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী মোবাইল কোর্টে পরিচালনা কাজে সহায়তা প্রদান করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *