মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে চট্টগ্রাম নাগরিক ফোরামের দোয়া মাহফিল ও আলোচনা সভা


স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গত ২৪ জুলাই বৃহস্পতিবার বাদে আসর চট্টগ্রামের কদম মোবারক এতিমখানা মসজিদে এক হৃদয়বিদারক পরিবেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই শোকাবহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের মহাসচিব ও বিশিষ্ট লেখক-সাংবাদিক মো. কামাল উদ্দিন। তাঁর নেতৃত্বে শত শত নাগরিক ফোরামের নেতা-কর্মী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত থেকে শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত-শান্তি কামনা করেন।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, এই ভয়াবহ বিমান দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। শিশুদের এভাবে হারানো শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সময় এসেছে দায়িত্বশীল ব্যবস্থাপনার অভাব, নিরাপত্তার ঘাটতি ও জবাবদিহির সংকট নিয়ে আলোচনা করার।
সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় নেতা স ম জিয়াউর রহমান, মোহাম্মদ নূর, মোহাম্মদ আকতার হোসেন নিজামী, এম নুরুল হুদা চৌধুরী, মাসুদ রানা, আইয়ুব আলী, আরও অনেক নেতৃবৃন্দ। তারা সকলেই বলেন, নিহত শিশুদের স্মরণে কেবল কান্না যথেষ্ট নয়-এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করতেই হবে।
আলোচনা শেষে মুনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্য ও শান্তি প্রার্থনা করা হয়।
চট্টগ্রাম নাগরিক ফোরাম ভবিষ্যতে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে আরও কর্মসূচি গ্রহণ করবে বলে সভায় ঘোষণা দেওয়া হয়।