মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে জাপান- প্রেস সচিব শফিকুল আলম

প্রকাশিত: 1:42 am, May 31, 2025 | আপডেট: 1:42 am,

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে জাপান- প্রেস সচিব শফিকুল আলম

নিউজ ডেস্ক:

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠায় জাপানের ঋণ স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) পাঠানো এক চিঠিতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সাতটি প্রশ্নের উত্তর চেয়ে আগামী ৪ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। যথাসময়ে উত্তর না দিলে ঋণ স্থগিতের কথা বলা হয়। এখন মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে জাপান। শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রায় ৫৭ হাজার কোটি টাকার এই প্রকল্পে জাইকার ঋণ সহায়তা প্রায় ৪৮ হাজার কোটি টাকা, যা এখন পর্যন্ত বাংলাদেশে জাপানের সর্ববৃহৎ ঋণ সহায়তা হিসেবে বিবেচিত।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *