মানবতা বিরোধী বিচার ও ফ্যাসিবাদী নৈরাজ্যের প্রতিবাদে হাইকোর্টের সামনে গণ অধিকার পরিষদের অবস্থান কর্মসূচি

রিপোর্টার : লক্ষণ পাল: মানবতা বিরোধী বিচার, গণতান্ত্রিক অধিকার হরণ ও সার্বিক ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গণ অধিকার পরিষদ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
দলীয় নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হাইকোর্টের মূল ফটকের সামনে জড়ো হন। প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বিচার বিভাগের স্বাধীনতা, নিপীড়ন-নির্যাতন বন্ধ এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলে ধরা হয়।
সংগঠনের নেতারা বলেন, “দেশে মানবাধিকার পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। ভিন্নমত দমনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিচারহীনতা ও রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে।” তারা আরও অভিযোগ করেন, সরকারের নির্দেশে বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ইচ্ছাকৃত গ্রেপ্তার এবং বিচার বিলম্বিত করার সংস্কৃতি চলছে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষের অধিকার রক্ষায় গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক পদ্ধতিতেই প্রতিবাদ অব্যাহত রাখবে। একই সঙ্গে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়—বিচার ব্যবস্থার স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার।
অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে জানান অংশগ্রহণকারীরা।
