মানিকনগর বিশ্বরোডে দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ


রিপোর্টার, মোহাম্মদ বাদল: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মুগদা মেডিকেল থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত সড়কে প্রতিনিয়ত দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। অফিসগামী কর্মজীবী, শিক্ষার্থী, এমনকি অ্যাম্বুলেন্সেও বাধা পাচ্ছে রোগী পরিবহন।
স্থানীয়দের অভিযোগ, মূল সড়কের ওপর যাত্রী উঠা-নামার জন্য বিভিন্ন বাস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। এর ফলে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। গুরুত্বপূর্ণ এই সড়কটিতেই রয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, যা এই সমস্যা আরও ভয়াবহ করে তুলছে।
স্থানীয়রা জানান, তারা বারবার অভিযোগ করলেও ট্রাফিক বিভাগ কার্যকর পদক্ষেপ নেয়নি। দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর ইউসুফ আলী জানান, “এমন কিছু দেখিনি।” কিন্তু এলাকাবাসীর প্রশ্ন—তিনি মাঠে থাকেন না তো?
গুঞ্জন রয়েছে, কিছু পরিবহন মালিকের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে অনেক কিছু ‘দেখেও না দেখার’ ভান করা হয়। এ বিষয়ে সঠিক তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।